24 Live Bangla News

চিলি অয়েল তৈরির প্রনালী

উপকরণ

- ২ কাপ অলিভ অয়েল/ক্যানোলা অয়েল/ সানফ্লাওয়ার অয়েল

- আধা কাপ শুকনো মরিচ ভেঙ্গে গুঁড়ো করে নেওয়া

- ২ টেবিল চামচ সাদা তিল

প্রণালী

১) প্রথমেই চুলায় একটি প্যান দিয়ে কম আঁচে তেলটা গরম হতে দিন। তেল খুব বেশি গরম করা যাবে না। তেলের মাঝে একটি তিল ফেলে দেখতে পারেন। যখন তিল থেকে খুব ধীরে বুদবুদ বের হতে থাকবে তখন বুঝবেন তেল গরম হয়ে গেছে।

২) এমন একটি পাত্র নিন যাতে গরম তেল ঢেলে দিলেও ফেটে যাবার চিন্তা নেই। এই পাত্রে ভালো করে মিশিয়ে নিন ক্রাশ করা শুকনো মরিচ এবং তিল। এরপর এগুলোর ওপরে ঢেলে দিন গরম তেলটা। সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন।

লক্ষ্য রাখবেন তেলটা অবশ্যই এত বেশি গরম হবে না যাতে মরিচ বা তিল পুড়ে যায়। এই তেল ঠান্ডা করে কোনো একটা বয়ামে সংরক্ষণ করতে পারেন। যত দিন যাবে, এই তেলের ফ্লেভার তত সুন্দর হবে আর এটা ব্যবহার করলে রান্নাও তত সুস্বাদু হবে।

Read More Bangla News