আমার মতে শপিং এর সবচেয়ে কঠিন অংশটা হচ্ছে বাজেট। যতো চেষ্টাই করি না কেন কীভাবে যেন হিসাবটা একটু এদিক ওদিক হয়েই যায়। আর প্রসাধনীর ব্যাপারে তো কথাই নেই, কতবার এমনটা হয়েছে যে এমন কিছু কিনে ফেলেছি যা হয়তো কখনো ব্যবহারই করা হয়নি অথবা খুব সাশ্রয়ী প্রডাক্টে যা করা যেত তার জন্য অনেক বেশি দামের কোন প্রডাক্ট কিনে ফেলেছি। কিন্তু আমি নিশ্চিত যে আমি একা নই, এমন সমস্যায়  আমার মত আর অনেকেই পড়েন। তো এমন সমস্যার হাত থেকে বাঁচতে রয়েছে কিছু প্রমাণিত উপায়, এগুলোর প্রায় সবই আমার প্রতিনীয়ত কাজে লাগে। দেখুন এখানে কোন টিপসটি আপনার সমস্যার সমাধান দিতে পারে, অথবা খরচটা কমিয়ে আনতে একটু সাহায্য করে।

কিছু বাজেট বিউটি টিপসঃ

  • মাশকারাটা শুকিয়ে গেছে? আগেই নতুন একটা কেনার চিন্তা করবেন না। টিউবটা গরম পানিতে একটু ডুবিয়ে রাখুন, অথবা হেয়ার ড্রায়ার এর গরম বাতাসে রাখুন। আরও কিছুদিন ব্যবহার করতে পারবেন ওটা।
  • আপনি অনেক সেটিং স্প্রে ব্যবহার করেছেন। এখন ডামেজড, জট বাঁধা চুল ও ত্বক বাঁচাতে CLARIFYING SHAMPOO র পেছনে টাকা খরচ না করে বেকিং সোডা ব্যবহার করুন। এক কাপ পানিতে দুই চামচ সোডা মিশিয়ে শ্যাম্পুর পর মাথায় দিন, দুই মিনিট পর ধুয়ে ফেলুন। প্রডাক্ট বিল্ড আপ চলে যাবে।
  • টুথ পেস্টের উপর একটু বেকিং সোডা ছড়িয়ে নিন। এবার ব্রাশ করুন। দামি হোয়াইটেনিং ট্রিটমেন্টের মতই কাজ দেবে। একবার ব্যবহার করলেই তফাৎটা বুঝতে পারবেন।
  • দামি হেয়ার সিরাম এর বদলে ব্যবহার করুন ভিনেগার। শ্যাম্পুর পর এক মগ পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ব্যবহার করলে শাইন সিরামের দরকারই পড়বে না।
  • দামি আই মেকাপ রিমুভারের বদলে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু ‘নো মোর টিআরস’ ফর্মুলা। জেদি জেল লাইনার ও তুলে ফেলার ক্ষমতা এর আছে।
  • সাধের নেলপলিসটা শুকিয়ে গেছে? একটু নেলপলিস রিমুভার বোতলে ঢেলে দিন। এবার জোরে ঝাঁকান। ব্যাস, আবার নতুনের মতোই হয়ে যাবে।
  • একদিনের জন্য স্মোকি আই ট্রাই করবেন, কিন্তু কালো আই শাডো নেই। তো কী হয়েছে? কালো পেনসিল আইলাইনারটাকে ভ্যাসলিন দিয়ে একটু স্মাজ করে নিন। পেয়ে যাবেন কাঙ্ক্ষিত লুক।
  • ঘুমাতে যাবার আগে দুই হাতে, বিশেষ করে নখে ও কিউটিকলে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল, কোনটারই আর দরকার হবে না।
  • দামি ফেসিয়াল টোনার এর পেছনে টাকা খরচ করার বদলে বরং গোলাপ জল ব্যবহার করুন। অনেক বেশি কাজে দেবে।
  • লিপস্টিকটাকেই ব্লাশ হিশেবে ব্যবহার করুন। টিউব থেকে সামান্য আঙুলে নিয়ে TAP করে চিক বোনে বসিয়ে নিন ঠিক ক্রিম ব্লাশের মত করে। এতে একেক লিপ কালারের সাথে একেক ধরনের ব্লাশ কেনার খরচটা বেঁচে যাবে।
  • ত্বকের জন্য আলাদা মেকাপ রিমুভার না কিনে সমপরিমাণ তিলের তেল আর অলিভ অয়েল একটা বোতলে মিশিয়ে রেখে দিন। ওটাই ব্যবহার করুন। মেকাপ রিমুভারের চেয়ে ভালোই কাজ করবে।
  • আই লাইনার, লিপ লাইনার কিছুদিন পরেই শুকিয়ে যাচ্ছে? ফ্রিজে রেখে দিন। অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
  • ফাউন্ডেশান ব্যবহার করার জন্য STIPPLING BRUSH অথবা ভালো মানের BEAUTY BLENDER ব্যবহার করুন। কম দামি স্পঞ্জ বা FLAT FOUNDATION BRUSH যতটা না প্রডাক্ট ত্বকে ডেলিভার করে তার চাইতে বেশি শুষে নেয়। এতে দামি প্রডাক্ট অপচয় হয়। তাই একবার ভালো মানের BRUSH অথবা  BEAUTY BLENDER এ INVEST করে অনেকদিন ধরে খরচ বাঁচাতে পারবেন।
  • বিবি ক্রিম, সিসি ক্রিম ব্যবহার করলে আঙুল দিয়েই ব্যবহার করার চেষ্টা করুন। এগুলো এতই তরল যে স্পঞ্জ বা ব্রাশ এগুলো শুষে নেবেই। আর অনেক অপচয় হয়ে যাবে।
  • বিবি ক্রিম শেষ হয়ে গেছে? কোন চিন্তা নেই,ফাউণ্ডেশানের সাথে কয়েক ফোঁটা ময়েশ্চারাইজার মিশিয়ে ব্যবহার করুন। বিবি ক্রিমের মতই ন্যাচারাল কাভারেজ পাবেন।